Khoborerchokh logo

গাজীপুরে হাইওয়ে পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে 482 0

Khoborerchokh logo

গাজীপুরে হাইওয়ে পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে

 আলমগীর কবীর:
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের মহাসড়ক কেন্দ্রীক পুলিশিং সেবা কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পুলিশ সুপারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার দুপুরে হাইওয়ে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপারের সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মল্লিক ফখরুল ইসলাম (বিপিএম,পিপিএম)এর চুক্তি সম্পাদন হয়। 
এ সময় নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন,জনাব আতিকা ইসলাম(বিপিএম) ডিআইজি বাংলাদেশ পুলিশ,হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স,জনাব মোঃ মিজানুর রহমান(বিপিএম) বার,অতিরিক্ত ডিআইজি,বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার (প্রশাসন এন্ড প্ল্যানিং)সহ বিভিন্ন রিজিয়নের পুলিশ সুপারগণ।  
উল্লেখ্য,জনাব আলী আহমদ খান,পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ,গাজীপুর রিজিয়ন,গাজীপুর হিসেবে যোগদানের পর থেকেই তার অক্লান্ত পরিশ্রম,মেধা ও প্রজ্ঞা দিয়ে মহাসড়কে স্বচ্ছতা ফিরিয়ে এনে এবং গতিশীল পুলিশিং সেবা দিয়ে সর্ব মহলে প্রসংশিত এবং জনসম্মুখে হাইওয়ে পুলিশের ভাবমুর্তি উজ্জল করেছেন। 
এছাড়াও নারায়ণগঞ্জ জেলার নিয়ন্ত্রণাধীন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন,গাজীপুরে অন্তুর্ভুক্ত পূর্বক শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় বহুলাংশে পরিবর্তন লক্ষণীয় । যার ফলে  ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসায় পরিবহণ সেক্টর সংশ্লিষ্টদের মধ্যে সন্তুষ্টি পরিলক্ষিত হয়েছে।
পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে জনাব আলী আহমদ খান-এর সততা এবং স্বচ্ছতা সর্বত্রই প্রসংশিত হয়েছে এবং পুলিশ সুপারের সুদৃঢ় নেতৃত্বে মহাসড়কে যানবাহন চালক এবং মালিকদের মাঝে স্বস্তি বিরাজ করছে।হাইওয়ে পুলিশের এ ধারা অব্যাহত চলমান থাকবে ইনশাল্লাহ্


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com